স্বাস্থ্য খাতের দুর্নীতি আরো বেপরোয়া আকার ধারণ করেছে :মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা মহামারির চরম বিপর্যয়ের মধ্যেও দেশব্যাপী চলমান আকণ্ঠ দুর্নীতির সাথে পাল্লা দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি আরো বেপরোয়া আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ‘করোনাভাইরাস পর্যবেক্ষণ সেল’-এর ভার্চুয়াল প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় মির্জা ফখরুল আরো বলেন, সারাবিশ্ব যখন করোনা টেস্টের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তখন সরকারের আর্শিবাদপুষ্ট প্রতারক মহলের ভূয়া নেগেটিভ সার্টিফিকেট প্রদানের লোমহর্ষক কাহিনী উন্মোচিত হয়েছে। তিনি বলেন, এরা পরীক্ষা না করেই প্রবাসী কর্মজীবীদের হাজার হাজার করোনা নেগেটিভ সার্টিফিকেট ইস্যু করে সংক্রমনের হতাশা ব্যাঞ্জক ঝুঁকিতে ফেলেছে গোটা দেশকে, সেই সাথে বিশ্ব দরবারে জাতি হিসেবে বাংলাদেশের ভাবমুর্তি দারুনভাবে ক্ষুন্ন করেছে বলেও দাবি করেন তিনি। ২০০৪ সাল থেকে রিজেন্ট হাসপাতাল অবৈধ জেনেও তাদের সাথে সরকার কিভাবে চুক্তি করে– তা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিই নয়, এর সাথে যারা যারা জড়িত, তাদের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগের দাবি জানান তিনি।