স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতারের দাবিতে
- আপডেট সময় : ০৭:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতারের দাবিতে আজও বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রা।
সাংবাদিক রোজিনা ইসলামকে আটক রেখে হেনস্থা করা ও তার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা প্রেসক্লাব। এসময় প্রকৃত দোষীদের বিচারের দাবি জানানো হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে টেলিভিশন ক্যামেরা জার্নালিসস্ট অ্যাসোসিয়েশন- টিসিএ রংপুরের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
দিনাজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকেও মানববন্ধন করা হয়েছে। মামলা প্রত্যাহার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোজিনা ইসলামকে হেনস্তার পর হয়রানীমূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবীতে পাবনা প্রেসক্লাব সদস্যদের টানা তিনদিনের কর্মসূচির শেষদিনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও সাতক্ষীরা, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ঝালকাঠি, মাদারীপুরে তার মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে মানবন্ধন করেছে স্থানীয় সংবাদ কর্মীরা।