স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় : ০৭:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় জনসাধারণকে চলাচল সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, লকডাউনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারকে দেয়া পরামর্শ অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হবে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনার নতুন সংক্রমনের ধাক্কা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা ।
সংবাদ সম্মেলনে দেশের করোনার নতুন সংক্রমন ঠেকাতে আগামী ২১ মার্চ থেকে ‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী ঘোষণা করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। এসময় তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে।রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে করোনা সংক্রমন নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, করোনা থেকে রক্ষা পেতে দেশবাসীকে সভা-সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করতে হবে।
এদিকে, রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনার নতুন সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী।করোনা থেকে বাঁচতে জনসাধারণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহবানও জানান তিনি ।