স্বাস্থ্য সহকারীদের ধর্মঘটের মধ্যেও সারা দেশে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান
- আপডেট সময় : ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
স্বাস্থ্য সহকারীদের লাগাতার ধর্মঘটের মধ্যেও সারা দেশে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। বিকল্প ব্যবস্থায় এই টিকাদান কার্যক্রম শুরু করেছে জেলা ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট প্রত্যাহার না হওয়ায় বরিশালে বিকল্প ব্যবস্থায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। সকালে নগরীর কার্ডিনিয়ায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মহানগরীতে ১ লাখ ৪ হাজার এবং ১০ উপজেলায় ৫ লাখ ৪২ হাজার ৬শ’ ৪৯ জন শিশু এই কার্যক্রমের আওতায় পড়বে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে হাম-রুবেলা টিকার ক্যাম্পেইন শুরু হয়েছে। নগরীতে এবার ৩৩টি ওয়ার্ডে প্রায় সোয়া লাখ শিশুকে এ টিকা দেয়া হবে। সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
২৪ জানুয়ারী পর্যন্ত চলা এই ক্যাম্পেইন নড়াইলে ৯ মাস থেকে শুরু হয়ে ১০ বছরের কম বয়সী ১ লাখ ৬০ হাজার ১ শত ২২ জন শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে। ১ হাজার ৩৯ টি ইপিআই এর স্থায়ী কেন্দ্রের মাধ্যমে এসব টিকা দেয়া হবে।
ঝিনাইদহে সকালে সদর পৌরসভা চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলার ৬ উপজেলার ৩ লাখ ৫৬ হাজার ৩’শ ২০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে।