স্বাস্থ্য সহায়তা প্রয়োজন প্রায় দুই লাখ ফিলিস্তিনির
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
হামাস ও ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাস্থ্য সহায়তা প্রয়োজন প্রায় দুই লাখ ফিলিস্তিনির ।এছাড়া যুদ্ধ পরবর্তী সংকট মোকাবিলায় প্রয়োজন আর্থিক সহায়তা।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ যুদ্ধের ফলে প্রায় ৭৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৩০টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ।এদিকে ফিলিস্থিনি জনগনের সহায়তার জন্য ১ কোটি ৬ লাখ ডলার অর্থ সহায়তা চেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের প্রধান রবার্ট মারদিনি। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে স্থানীয় পৌরসভার ৭শ’ ৪৮ টি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এছাড়া ১ হাজার ৮শ’ আবাসিক ইউনিটের ১৪ হাজার ৩শ’ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।