স্বাস্থ্যখাতে এবার উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে ১৩ হাজার কোটি টাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
এক হাজার কোটি টাকা বাড়িয়ে স্বাস্থ্যখাতে এবার উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে ১৩ হাজার কোটি টাকা। যা মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৬ দশমিক তিন পাঁচ শতাংশ।
২ লাখ ৫ হাজার কোটি টাকার এডিপিতে সর্বোচ্চ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন খাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রথমবারের মত ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় ২০২০-২১ অর্থবছরের এডিপির অনুমোদন দেয়া হয়। শিক্ষা , স্বাস্থ্য, সড়ক , যোগাযোগসহ মানব উন্নয়নের জন্য সরকার আগামী অর্থবছরে বরাদ্দ দিয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এরমধ্যে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা আসবে অভ্যন্তরীন আয় থেকে । এডিপিতে এবার প্রকল্প সংখ্যা ১ হাজার ৫৮৪টি।