স্বাস্থ্যখাতে ব্যয় বাড়লেও কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ
- আপডেট সময় : ০১:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
স্বাস্থ্যখাতে ব্যয় বাড়লেও কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। অনিয়ম-দুর্নীতি, অপচয় আর অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, জনগণকে সুরক্ষা দেয়া সরকারের নীতি হলেও সাধারণ মানুষকে ধাপে ধাপে স্বাস্থ্যসেবা পেতে নানা হয়রানির শিকার হন।
সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। এ লক্ষ্যে দেশের স্বাস্থ্য সেবা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে বাজেটের বড় একটি অংশ বরাদ্দ রাখা হয় । কিন্তু অব্যবস্থাপনা অনিয়মে জনগণের টাকার অপচয় হয় প্রতিবছর। আর ব্যাপক দুর্নীতির কারণে জনগণ আশানুরুপ সেবাও পায় না।
গত বছর দূর্নীতি দমন কমিশন দেশের ১৩টি গুরত্বপূর্ণ খাতের দুর্নীতি চিহ্নিত করে। যার মধ্যে স্বাস্থ্যখাত অন্যতম । ২০২০ সালে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে ১৫ দফা সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
২০১৯ সালের স্বাস্থ্যনীতি অনুসরণ করে হাসপাতালগুলোতে দুর্নীতি এবং অনিয়ম রোধে কাজ করছে সরকার । মৌলিক অধিকারের অন্যতম স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের।