স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেয়ার হুঁশিয়ারী মেয়র আতিকের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
করোনা নিয়ন্ত্রণে বুধবার থেকে রাজধানীর বিপনী বিতানগুলোতে অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সকালে রাজধানীর মহাখালীস্থ ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে দুইটি এ্যাম্বুলেন্স ও ১টি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় মেয়র জানান, সবাইকে সচেতন করতে এরই মধ্যে মার্কেটে- মার্কেটে মাইকিং চলছে। ক্রেতা- বিক্রেতারা কেউ স্বাস্থ্যবিধি না মানলে, মার্কেট বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারী দেন ঢাকা উত্তরের মেয়র।