স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায় পঞ্চগড়
- আপডেট সময় : ০৫:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
ক্যাশলেস নাগরিক সেবায় আগামীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায় উত্তরের জেলা পঞ্চগড়। স্থানীয়রা বলছেন, গেলো দেড় দশকে সরকারে অভূতপূর্ব উন্নয়নে শিক্ষা, যোগাযোগসহ আর্থ সামাজিক প্রতিটি খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় সড়ক অবকাঠামোর কারণে আয় যেমন বেড়েছে তেমনিভাবে দেশের আমদানি রপ্তানির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর।
করতোয়া ডাহুক মহানন্দার নদীর পাললিক মমতায় গড়ে উঠা সুপ্রাচীন এক জনপদ পঞ্চগড়।
গেল দেড় দশকে আর্থ সামাজিক প্রতিটি খাতে অভূতপূর্ব উন্নয়নে আমুল বদলে গেছে দেশের সর্বোত্তরের এই জেলার মানুষের জীবন ও জীবিকা।
বদলে যাওয়া পঞ্চগড়ের একজন তেতুলিয়া ইউনিয়নের আব্দুল হালিম। ষাটর্ধো এই বৃদ্ধ জানান সরকারের ক্যাশলেস সিস্টেমের সুবিধার কথা। জন্ম মৃত্যু নিবন্ধন, লাইসেন্স হালনাগাদ সহ বিভিন্ন প্রয়োজনে খুব সহজেই ৪৩টি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা পাচ্ছেন পঞ্চগড়ের স্থানীয়রা।
সারি সারি পন্যবাহী এসব ট্রাকের গন্তব্য ভারত ভূটান ও নেপাল। সঙ্গে স্থলে ৩টি দেশের সঙ্গে বানিজ্যিক লেনদেনের কারণে শুধু স্থানীয় পর্যায়ে নয়, কেন্দ্রীয় অর্থনীতির গতিশীলতা অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে বাংলাবান্ধা স্থলবন্দর।
পন্যপরিবহনের পাশাপাশি বেড়েছে স্থলপথে যাতায়াতকারি মানুষের সংখ্যা। অটোমেশনে ভোগান্তি হীন যাতায়াতের সুবিধা সৃষ্টি হয়েছে বলে জানান পর্যটকরা।
দেশের সর্বোচ্চ দূরত্বে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপনের কারণে ভোগান্তি কমেছে ট্রেন যোগাযোগে। অনলাইনে টিকেট কাটার সুবিধা ট্রেন যাতায়াতের সুবিধা বহুলাংশে বাড়িয়েছে বলে মত দেন যাত্রীরা।
আগামীতে বাংলাবান্ধা বন্দরের সঙ্গে ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপন হলে দেশের অর্থনীতি সমৃদ্ধির নতুন মাত্রা যোগ হবে বলেও মনে করেন স্থানীয়রা।