সড়ক আইন সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা, নড়াইল ও মেহেরপুরে সড়ক আইন সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে বাড়ী ফেরেন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে সড়ক আইন ২০১৮ সম্পর্কে জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সরকারী কলেজ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান, জেলা ট্রাফিক পুলিশ কর্মকর্তা টিআই নুর আলম সিদ্দিকসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
নড়াইলে চলছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ ।সকালে ট্রাফিক বিভাগের আয়োজনে এ উপলক্ষে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মেহরপুরে ট্রাফিক সচেতনতা সপ্তাহ।উপলক্ষে সকালে পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।