সড়ক দুর্ঘটনার পর আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ওমিক্রণের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত আন্ডারপাস, মহাসড়ক, সংযোগসড়ক এবং সেতুর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন তিনি।
সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় নবনির্মিত ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে শহিদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস সড়ক, কক্সবাজারের বালুখালী, বান্দরবানের ঘুনধুম সীমান্ত সংযোগসড়ক এবং রাঙ্গামাটির নানিয়ারচর চেংগী নদীর উপর ৫শ’ মিটার দীর্ঘ সেতু প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে, দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতে পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী। দুর্ঘটনা এড়াতে সড়কে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকারও নির্দেশ দেন তিনি।
করোনার নতুন ধরণ ওমিক্রম প্রতিরোধে আবারও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামশ দেন শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তকতারা।