সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বাগেরহাট ও মৌলভীবাজারে ৬ জন নিহত
- আপডেট সময় : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কুমিল্লা, বাগেরহাট ও মৌলভীবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
কুমিল্লায় কাভার্ডভ্যান ও লরির সংঘর্ষে লরিচালক এবং কাভার্ডভ্যানের হেলপারসহ ৩ জন নিহত হয়েছে। বেলা ১১টার দিকে মহাসড়কের আটগ্রামে ঢাকামুখী একটি লরিকে অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন প্রাণ হারান। এসময় দুর্ঘটনার শিকার হয়ে এক মোটর সাইকেল আরোহীও নিহত হয়।
খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। মোল্লাহাট থেকে সিমেন্টবাহী ট্রাকটি বাগেরহাটের কাটাখালী এলাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে খেজুরবাহী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে খেজুরবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়।
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, ধান বোঝাই ট্রাকটি মাদ্রাসার সামনের ছোট ব্রীজের কাছে তাকে চাপা দেয়। গুরুতর আহত কাশেমকে মৌলভীবাজার হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।