সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, মাদারীপুর ও ময়মনসিংহে ৬ জন নিহত
- আপডেট সময় : ০৭:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, মাদারীপুর ও ময়মনসিংহে ৬ জন নিহত হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একটি মোটর সাইকেলে করে তিন আরোহী মুকসুদপুর কলেজ মোড়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফয়সাল সরদার নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় অন্য দু’জনও মারা যান।
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। শেরপুর থেকে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমনে যাওয়ার পথে মাইক্রোবাসটি নান্দাইলের ডাংরীতে আসলে ময়মনসিংহগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু তুরান আলমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবা ফাহাদ আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।