সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত নয় : আহত আরো পাঁচ
- আপডেট সময় : ০৬:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ট্রাক উল্টে দু’জন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস-ট্রলির সংঘর্ষে তিনজন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে দুই এবং শেরপুরে বাবা-ছেলেসহ সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
শেরপুরের নকলায় ছেলেকে স্কুলে নেয়ার পথে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহতের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাই সাইকেলের পেছনে বসিয়ে ছেলে পিয়াসকে স্কুলে দিতে যান বাবা। এসময় শহরের হাসপাতাল রোডে পেছন থেকে আসা মালবাহী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান বাবা। স্থানীয়রা আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পিয়াসের।
খাগড়াছড়ির গুইমারার তৈকর্মাতে কাঠ বোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হন। পুলিশ জানায়, সকালে কাঠ বোঝাই ট্রাকটি তৈকর্মা টার্নিংয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ড ওয়ালের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহতেদর চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দায় যাত্রীবাহী একটি মাহেন্দ্র গাড়ীর চাকা ফুটো হয়ে খাদে পড়ে গিয়ে হাসিনা আক্তার নামে এক নারী নিহত হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে যাত্রীবাহী একটি মাহেন্দ্র গাড়ী ময়মনসিংহ হতে দুর্গাপুর হয়ে কলমাকান্দায় যাচ্ছিল। সদর ইউনিয়নের চান্দুয়াইল দিঘির বাড়ি এলাকায় পৌঁছলে মাহেন্দ্রর চাকা ফুটো হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা হাসিনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
এদিকে, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন মারা গেছেন। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দু’জন। নিহতদের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।