ঝিনাইদহে বাস চাপায় শিশু শ্রমিক সুমন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে বাস চাপায় শিশু শ্রমিক সুমন নিহত হয়েছে।
সকালে সদর উপজেলার ডাকবাংলা এলাকায় আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। কুকুরের তাড়া খেয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাস সুমনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ভারতগামী মালবাহী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হয়েছে। গতরাত ৭টার দিকে দর্শনা থেকে ছেড়ে আসা মালবাহি ট্রেন ভারতের গেদে যাওয়ার পথে রেলগেটে অতিক্রমকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে শিশুসহ মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হয়।