সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁও দিনাজপুর ও সাভারে ৬জন নিহত
- আপডেট সময় : ০৫:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁও, দিনাজপুর ও সাভারে ৬জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন তিনজন।
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের কচুবাড়ি বোর্ড অফিস নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হন ৪ জন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম। স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি ট্রাক কচুবাড়ি বোর্ড অফিস বাজার এলাকায় অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় । পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হন।
দিনাজপুর-পঞ্চগড় সড়কে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোহাম্মদ আব্দুস সালাম ও তার স্ত্রী বেবী আক্তার। তারা উপজেলার নিজপাড়া এলাকার দেবীপুর গ্রামের বাসিন্দা।
সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গেলরাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।