সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা, ঢাকার ধামরাই, সাতক্ষীরা, মাদারীপুর ও কুষ্টিয়ায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা, ঢাকার ধামরাই, সাতক্ষীরা, মাদারীপুর ও কুষ্টিয়ায় ৭ জন নিহত হয়েছে।
ভোরে নেত্রকোনার চল্লিশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, যাত্রীবাহী বাসের সাথে ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন আর ময়মনসিংহ নেয়ার পথে আরেকজন মারা যায়। পরে, পুলিশের ক্রেন দিয়ে বাস ও ট্রাক দুটি উদ্ধার করে।
ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয় আরও অন্তত ৩০জন। গতকাল রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাড়বাড়িয়া গাজীখালী নদীতে এঘটনা ঘটে। নিহত দুই বাস যাত্রীর নাম অখিল চন্দ্র দাস ও নিখিল চন্দ্র দাস।
মাদারীপুরে পিকআপ চাপায় এক পথচারী নিহত হয়েছে। দুপুরে শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় লিচুবোঝাই একটি পিকআপ সুলতানকে চাপা দেয়।পরে, হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যান তিনি।
সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী রাবেয়া খাতুন নামে এক নারী নিহত হয়েছে।
সকালে কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে এঘটনা ঘটে।