সড়ক দুর্ঘটনায় ফরিদপুর ময়মনসিংহ গাজীপুর ও দিনাজপুরে ৮ জন নিহত
- আপডেট সময় : ০৯:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ফরিদপুর, ময়মনসিংহ, গাজীপুর ও দিনাজপুরে ৮ জন নিহত হয়েছে।
ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছে। সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার মানিকনগরে পিকআপ একটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরো একজনের।
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সকালে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেলতলীতে এই দুর্ঘটনা ঘটে।এমদাদুল হক মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কোনাবাড়ী থেকে ময়মনসিংহের নান্দাইলে যাবার সময় বালুবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে স্ত্রী নার্গিস আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহত এমদাদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হন দুইজন। ভোরে এ দুর্ঘটনা ঘটে। ভোরে স্ত্রী-সন্তানদের নিয়ে আবুল হাসান মাইক্রোবাস চালিয়ে যাওয়ার সময় দক্ষিণখান রেলক্রসিং পার হওয়ার সময় নীলসাগর এক্সপ্রেস তাদেরকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বালুবাহী ট্রাকচাপায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। সকালে এই দুর্ঘটনা ঘটে।