সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৬ জন নিহত
- আপডেট সময় : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বরিশাল, ঝিনাইদহ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন।
পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে নগরীর সাগরদী আলিথয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সিমেন্টবাহী ট্রাকের সাথে থ্রি হুইলারের সংঘর্ষে মা-ছেলে নিহত হয়। এ সময় আহত হয় ৩ জন। আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়ায় ট্রাক- মাহেন্দ্র সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছে ৮ জন। ফায়ার সার্ভিস জানায়, সকালে ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র বিষয়খালী বাজারে যাচ্ছিলো।পথে লাউদিয়া নামক স্থানে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে অপর এক নারীকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন। এ ঘটনায় মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাকে এ দুর্ঘটনা ঘটে।