সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার কুড়িগ্রাম টাঙ্গাইল ও ঠাকুরগাঁওয়ে ৯ জন নিহত
- আপডেট সময় : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার, কুড়িগ্রাম, টাঙ্গাইল ও ঠাকুরগাঁওয়ে ৯ জন নিহত হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উন্মুক্ত লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় তিন জন নিহত হয়েছে। বেলা ১টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিমে একটি খেলা লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রামে ট্রাক্টরের সাথে অটো রিক্সার সংঘর্ষে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। সকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ধরলা সেতু পূর্বপাড়ে
অটোরিক্সা যোগে কুড়িগ্রাম আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীসহ ২ জন নিহত হন।
ঢাকা ছেড়ে আসা একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা মাইক্রোবাসকে ধাক্কা দিলে ট্রাকের চালক ও হেলপার নিহত হন।
ঠাকুরগাঁওয়ের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী মুন্সির হাটে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও ২ জন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।