সড়ক দুর্ঘটনায় যশোর, গাইবান্ধা, গোপালগঞ্জ ও মৌলভীবাজারে ৭ জন নিহত
- আপডেট সময় : ০২:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় যশোর, গাইবান্ধা, গোপালগঞ্জ ও মৌলভীবাজারে ৭ জন নিহত হয়েছে।
যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে বিমান অফিস মোড়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর রাত ২টার দিকে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত ৪ জনের চিকিৎসা চলছে।
গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় লাজু মিয়া নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গেল রাত সাড়ে ১০টার দিকে, উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্লাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় শিল্পি দেবনাথ নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা হয়।
গোপালগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের দুই নারী যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ১৫জন। সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।