সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে পিকআপ ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ ৩ জেলায় ৫ জন নিহত হয়েছেন।
সিলেটে নিহতদের মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
প্রাইভেট কারের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের কামারখন্দে অটোভ্যানের ধাক্কায় রুখসানা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার চর-কামারখন্দ এলাকায় নিজ বাড়ির সামনে দূর্ঘটনাকবলিত হয়ে শিশুটির মৃত্যু হয়।