সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৫৪ জন
- আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বগুড়া, গোপালগঞ্জ, রাজশাহী ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৪ জন।
বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। শেরপুরের ঘোগাবটতলায় বগুড়া থেকে ঢাকাগামী লাব্বাইক পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়ামুখী লবণ বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় চারজন। আহত হয়েছে আরো ১৭ জন।
গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী যুবক নিহত এবং ২৬ জন আহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা, চন্দ্রদিঘলীয়া ও কাশিয়ানী উপজেলার ভটিয়াপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।
এদিকে, সকাল ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় সংঘটিত দুর্ঘটনায় ২ জন নিহত হয়। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ভোরে রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায় এবং ট্রাকটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
মনমনসিংহের ত্রিশালে বাস ও পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। সকালে উপজেলার দরিরামপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মহাসড়কে দাড়িয়ে থাকা একটি বাসকে ময়মনসিংহগামী একটি পিকআপ পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের এক যাত্রী নিহত হয়। এসময় আহত হয় আরো ৬ যাত্রী।