হংকংয়ে চীনবিরোধী বিক্ষোভ নতুন করে সহিংসতায় মোড়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
হংকংয়ে চীনবিরোধী বিক্ষোভ নতুন করে সহিংসতায় মোড় নিয়েছে। রাতভর পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর হংকং’এর পলিটেকনিক ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ক্যাম্পাসের ভেতর আটকা পড়েছে কয়েকশ বিক্ষোভকারী। রোববার রাতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। সকালে বিক্ষোভকারীরা ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করলে তাদের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এর আগে পুলিশ পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পেট্রল বোমা ও ইট ছোঁড়ে বিক্ষোভকারীরা। তিনমাস আগে প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। সরকার বিলটি বাতিল করলেও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যায়। এটি এখন ধীরে ধীরে স্বাধীনতার আন্দোলনে মোড় নিচ্ছে।