হজের খরচ বেসরকারিভাবে ২ লাখ টাকা বাড়ল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
কোরবানি ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য প্যাকেজ মূল্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।
গেলো বছরের তুলনায় এবার প্রায় দেড় লাখ টাকা বেশি খরচ বাড়ল। সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন হোসেন তসলিম বলেন, সর্বনিম্ন এই প্যাকেজে বেশি খরচ হচ্ছে বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। মক্কা ও মদীনায় বাড়ি ভাড়া বাবদ ২ লাখ ৪ হাজার ৪৪৫ টাকা। সার্ভিস চার্জ ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা। বেসরকারি ব্যবস্থায় প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজের সব টাকা ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির একাউন্টে বা নগদ দিলে পাকা রশিদ নিয়ে পরিশোধের আহ্বান জানান তিনি।