হজ্জে মুসল্লিদের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সৌদি সরকার

- আপডেট সময় : ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
হজ্জে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের অংশগ্রহণের বিষয়ে এখনে কোনো সিদ্ধান্ত নেয়নি সৌদি সরকার । এ-সংক্রান্ত তাদের কোনো সিদ্ধান্ত কূটনৈতিক চ্যানেলে বা দাপ্তরিকভাবে কোনো দেশকে জানানো হয়নি।
মক্কায় বাংলাদেশ মিশনের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান গণমাধ্যমকে জানান, সৌদি সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামতের ওপর ভিত্তি করে হজের বিষয়ে সিদ্ধান্ত নেবে সৌদি আরব । দেশটির সরকারের সিদ্ধান্ত পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে। এদিকে কোভিড-১৯ পরিস্থিতির কারণে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত সৌদি আরবে আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধের বিষয়টি অব্যাহত থাকবে। আন্তর্জাতিক রুট পুনরায় চালু করার বিষয়ে গুজবের জবাব দিতে গিয়ে গত রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সৌদিয়া এয়ারলাইনসের জারি করা বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।