হঠাৎ করেই রাজধানীতে বেড়েছে শীতের প্রকোপ
- আপডেট সময় : ০৩:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
হঠাৎ করেই রাজধানীতে বেড়েছে শীতের প্রকোপ । কনকনে ঠাণ্ডা বাতাসের সাথে কুয়াশায় কাঁপছে ঢাকাবাসী। আগামী শনিবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, রাজধানীতে এবার জানুয়ারী পর্যন্ত থাকবে শীতের দাপট । অফিসগামী খেটে খাওয়া মানুষ হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন।
ইট পাটকেলের কৃত্রিম শহরের চেনাজানা পথ হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢেকে গেছে। এ যেন এক অচেনা ঢাকা। চার থেকে পাঁচ’শ মিটার পরেই কুয়াশায় আটকে যাচ্ছে দৃষ্টিসীমা। ষড়ঋতুর সবুজ শ্যামল বাংলায় শীতে জুবুথুবু অবস্থা।
প্রকৃতির এমন বৈরি আবহাওয়া সামাল দিতে হিমশিম খাচ্ছে ঢাকাবাসী। প্রচণ্ড শীতে চাদর, জ্যাকেট বা মাফলার পেচিয়ে জীবীকার সন্ধানে বেরিয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
এই পরিস্থিতিতে সবথেকে বেকায়দায় পড়েছে রাইডশেয়ারিং-এ জীবীকা নির্বাহকারীরা। মোটরসাইকেল চালকরা কনকনে শীত উপেক্ষা করে নেমে পড়েছেন রাস্তায়।
শীতের দাপটের সাথে বেড়ে গেছে গরম কাপড়-চোপড়ের দাম। এরপরও সাধ্যমত কিনছেন শীতার্তরা। শনিবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত দু’দিন রাজধানীতে দেখা নেই সূর্যের। অনেক এলাকায় আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।