হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
- আপডেট সময় : ০৮:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশের মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতিতে আরো শক্তি অর্জন করে হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের । সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে খতমে কোরআন ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসুচিতে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। জি এম কাদের বলেন, হুসেইন মুহম্মদের ইচ্ছা পূরণে জনগণের সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কাঁচা চামড়া রফতানীর অনুমতি না থাকায় কোরবানীর ঈদের চামড়া ব্যবসায়ীরা যৌক্তিক মূল্যে চামড়া ক্রয় করে না। তাই আন্তর্জাতিক মূল্যে চামড়া ক্রয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতারণ কর্মসুচিতে অংশ নেন দলটির চেয়াম্যান জিএম কাদের ।
এ সময় দেশের মানুষের প্রত্যাশা পূরণে হুসেইন মুহম্মদ এরশাদে ইচ্ছা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তিনি । তিনি আরো বলেন, কোরবানীর ঈদে পশুর চামড়া ব্যবসায়ীরা যৌক্তিক মূল্যে কেনে না, তাই বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে ব্যবসায়ীদের মূল্য দেয়ার অনুরোধ জানান। কোরবানীর পশুর চামড়ায় এতিমদের হক রয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত হলে এতিম ও দুঃস্থরা ক্ষতিগ্রস্ত হবে না ।