হতাশার বৃত্ত আর টানা ব্যর্থতা ঘোচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
হতাশার বৃত্ত আর টানা ব্যর্থতা ঘোচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। ব্যাটারদের ব্যর্থতায় পরিবর্তনের আভাস বাংলাদেশ একাদশে। সেন্ট লুসিয়ায় ড্যারেন সামি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়।
দেশ কিংবা বিদেশ, সাদা পোশাকে কোথাও নেই স্বস্তি, বিবর্ণ বাংলাদেশ। টানা ব্যর্থতার গ্লানি নিয়ে এবার সেন্ট লুসিয়ায় টিম বাংলাদেশ।
ঘুরে দাঁড়ানোর মঞ্চ; তবে টাইগারদের বাড়তি চ্যালেঞ্জ সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়াম। বলা হয় পেস রোমান্টিকতায় পরিপূর্ণ এই স্টেডিয়াম। যা আতঙ্ক টাইগার ব্যাটারদের। ক্যারিবীয় দ্বীপে ছন্নছাড়া টপ-অর্ডার। পেস সামলাতে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলনে সাকিব, তামিমরা।
প্রতিকূল কন্ডিশন, টেস্টে ক্রিকেটারদের টেম্পারমেন্টের অভাব। যার চিন্তায় টিম ম্যানেজমেন্ট। অ্যান্টিগায় ভরাডুবির পর একাদশে পরিবর্তনের আভাস। ৮ বছর পর সাদা পোশাকে ফেরার অপেক্ষায় এনামুল বিজয়। টানা ব্যর্থতায় কপাল পুড়ছে নাজমুল শান্ত’র। যা মুমিনুলের জন্য হতে পারে শেষ সুযোগ।
বোলারদের নিয়েও স্বস্তি নেই। বোর্ড সভাপতি’র হস্তক্ষেপে শেষ মুহুর্তে দলে পেসার শরিফুল ইসলাম। একাদশে সুযোগের সম্ভাবনাও প্রবল। যদি তাই হয় তাহলে বিশ্রাম মিলবে মোস্তাফিজুর রহমানের।
গেলো পাঁচ ম্যাচে এক ড্র আর চার হারেই প্রমাণে যথেষ্ট বিবর্ণ বাংলাদেশ। এবার আরও একটা সিরিজ হারের সামনে দাঁড়িয়ে টাইগাররা। যদিও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সাকিবের দল।
অন্যদিকে, উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চাইবে না উইন্ডিজ। স্বল্প গতির কাইল মেয়ার্সরাও টাইগারদের জন্য ভয়ঙ্কর। সঙ্গে ব্রাথওয়েড-ব্লাকউডদের ধারাবাহিকতা, সব মিলিয়ে স্বাগতিকদের লক্ষ্য এ ম্যাচে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠা।
বিপরীতে তালিকার তলানীতে বাংলাদেশ। অতীত আর সাম্প্রতিক পরিসংখ্যানের কোথাও নেই আশার আলো। তারপরও নতুনভাবে নতুন শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ।