হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অক্সিজেন সংকট চরমে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অক্সিজেন সংকট চরমে। অভিযোগ উঠেছে, অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে। সংকট কাটাতে চেষ্টা করছেন বলে জানান, সংশ্লিষ্টরা।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ৫০ থেকে ৬০ জন করোনা আক্রান্ত রোগী। হাসপাতালে এখনও চালু হয়নি কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। নেই পর্যাপ্ত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল। পাশাপাশি রয়েছে অন্য রোগীদের চাপ। এ অবস্থায় ভুগছে রোগী ও তার স্বজনরা।
শিগগিরই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ চালু হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
৩১ জুলাই পর্যন্ত হবিগঞ্জ জেলায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার চার’শ ৯৫ জনের। মারা গেছেন ৩০ জন।