হবিগঞ্জে আরো সমৃদ্ধ ভুমিকা রাখবে এসএ গ্রুপ
- আপডেট সময় : ০৪:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দেশের বৃহত্তম শিল্পাঞ্চল হিসেবে এখন সবচেয়ে আলোচিত সিলেটের হবিগঞ্জ। এখানে গড়ে উঠেছে অনেক শিল্প-কারখানা। ফলে দ্রুত সমৃদ্ধ হচ্ছে হবিগঞ্জ। ধারাবাহিক উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টিসহ নতুন প্রজন্মের জন্য উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। এসএটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এলাকার উন্নয়ন কর্মকান্ড ও পরিকল্পনা তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য আবু জাহির। এদিকে এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ জানান, এসএ গ্রুপ দীর্ঘদিন থেকেই সিলেটের উন্নয়ন ও মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে আসছে।
হাওড় ও পাহাড় বেষ্টিত জেলা- হবিগঞ্জ। শহরাঞ্চল ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে পাল্লা দিয়ে গড়ে উঠছে প্রচুর কল-কারখানা ও শিল্প পার্ক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও গ্যাসের সহজ-লভ্যতায় এই জেলায় গড়ে উঠছে প্রস্তাবিত নতুন ইকোনোমিক জোন। তাই শিল্পায়নেও এসেছে বিপ্লব।
বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে দ্রুত বদলে যাচ্ছে হবিগঞ্জ জেলা। আর এই অঞ্চলের ধারাবাহিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন জেলার কৃতী সন্তান ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। নির্বাচিত হওয়ার পর থেকেই হয়ে উঠেছেন প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রধান দিকপাল।
পরিকল্পিত শিল্প-কারখানা গড়ে উঠায় জেলার তৃণমুল মানুষের জীবনযাত্রার ব্যাপক উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, বেকারত্বের অভিশাপ থেকে দ্রুত মুক্ত হচ্ছে নতুন প্রজন্ম।
হবিগঞ্জ জেলায় সুষম উন্নয়নের ফলে গ্রামও রূপ নিয়েছে শহরে। শিল্পাঞ্চল গড়ে উঠায় বেকারত্ব ঘুচেছে কয়েক লাখ মানুষের। তাদের মতে, এই অব্যাহত উন্নয়নের কান্ডারি- জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা অ্যাডভোকেট আবু জাহির।
সিলেট বিভাগের হবিগঞ্জকে সফল ইকোনোমিক জোন উল্লেখ করে এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, এটি এখন বিনিয়োগ বান্ধব একটি শিল্পাঞ্চল।
হবিগঞ্জকে আরো সমৃদ্ধ করতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে এসএ গ্রুপ– এমন প্রত্যয় ব্যক্ত করেন দেশের এই শীর্ষ উদ্যোক্তা।