হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে রহমত আলী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ১০ জন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রহমত আলীকে মৃত ঘোষণা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।