হরতাল-অবরোধে ক্ষতির মুখে ঝিনাইদহের ফুল চাষীরা

- আপডেট সময় : ০৫:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ১৯৫৯ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল-অবরোধে ক্ষতির মুখে ঝিনাইদহের ফুল চাষীরা। ফুলের মৌসুমে ভালো দামের আশা করলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দাম না পেয়ে লোকসান গুণতে হচ্ছে চাষীদের।
ঝিনাইদহ সদরের গান্না ফুলের বাজার। এ জেলার গাদা ফুলের কদর সারা দেশেই। শীত মৌসুমে ফুলের ভালো দামের আশায় সারা বছর বুক বেধে থাকে চাষীরা। কিন্তু এবার সে আশায় গুড়েবালি। হরতাল-অবরোধে বিক্রি হচ্ছে না ফুল। অবরোধের আগেও যে গাদা ফুল প্রতি ঝোপা বিক্রি হয়েছে ৪’শ থেকে ৬’শ টাকা দরে। বর্তমানে তার দাম নেমেছে ৪০ থেকে ৫০ টাকায়। এতে চরম লোকসানে চাষীরা।
শুধু কৃষকই না। রাজনৈতিক অস্থিরতায় লোকসানে ফুল ব্যবসায়ীরাও। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট বাহনে ফুল পাঠাতে খরচ হচ্ছে পুর্বের চেয়ে দ্বিগুণ।
ক্ষতিগ্রস্ত ফুল চাষীদের কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেয়া হচ্ছে।
জেলায় ২৫৪ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। ২৮ অক্টোবরের আগে গান্না ফুল বাজারে প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষ টাকার ফুল বিক্রি হতো। বর্তমানে বিক্রি হচ্ছে ১ থেকে ২ লাখ টাকার।