হলমার্ক কেলেঙ্কারির ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ব্ল্যাকমেইলের ঘটনায় দুজন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে সম্পৃক্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির ঘটনায় সাংবাদিক পরিচয় দানকারী দুজনকে গ্রেপ্তার করেছে রেব।
এ সময় ওই ব্যক্তির নামে ওয়ারেন্ট থাকায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯৫ লাখ টাকার চেক ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বিকালে কাওরান বাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় রেব। গ্রেপ্তারকৃত আসামীরা একটি চাঁদাবাজ দলের সক্রিয় সদস্য। সাংবাদিক পরিচয়ে তারা দীর্ঘদিন যাবত রাজধানীর উত্তরা এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছিল ।