হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নারায়নগঞ্জে কৃষি জমি ভরাট
- আপডেট সময় : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জের রপগঞ্জে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে চলছে বালু ভরাট। ৩০ বিঘা কিনে ৫শ’ বিঘা জমিতে ফেলছে বালু। ভয়ে মুখ খুলছে না কেউ। নানা হুমকিতে আতঙ্কিত এলকাবাসী। প্রতিবাদ করলেই চলে হামলা-মামলা, এমন কি প্রাণনাশের মত ঘটনাও ঘটে।
নারায়নগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নে জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম কৃষি। এক জমিতে দুই বার ফসল ফলিয়ে সারা বছরের চাল সংগ্রহ করেন তারা। কিন্তু, ভূমি দস্যুদের বালি ভরাটে শেষ হতে চলেছে ফসলি জমি। কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখ দিয়েছে স্থানীয়দের মধ্যে। বর্ষায় ইউনিয়নের পুবের গাঁও, চারিতালূক, পাইসকা, বাসুন্দা, হানকাটাসহ আসপাশের কৃষক মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এলাকাবাসীর অভিযোগ–হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও জমি ভরাটের দু:সাহস দেখাচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো। দ্রুত বালু ভরাট বন্ধ করে কৃষি জমি পুনরুদ্ধারের দাবি এলাকাবাসীর।