হাইতিতে ভূমিকম্পে কমপক্ষে দুজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
হাইতিতে ভূমিকম্পে কমপক্ষে দুজন নিহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। স্থানীয় সময় সোমবার ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের পরও বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমের উপকূলীয় একটি ছোট শহরে ভূমিকম্প হয়। এ সময় একটি দেওয়াল ধসে একজন নারী নিহত হয়েছেন। নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নিপস জেলায়। সেখানে প্রায় ২শ বাড়ি ধ্বংস ও ৬’শ ক্ষতিগ্রস্ত হয়েছে।