হাইভোল্টেজের অন্য ম্যাচে জয় পেয়েছে নাপোলি, বায়ার্ন মিউনিখ ও টটেনহাম
- আপডেট সময় : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে বার্সেলোনা, নাপোলি, বায়ার্ন মিউনিখ ও টটেনহাম। হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলান ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন। লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে নাপোলি। মার্শেইয়ের সঙ্গে টটেনহামের জয় ২-০ গোলে। আর, বার্সা ঘরের মাঠে ৫-১ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া প্লজেনকে।
সান সিরোতে মলিন ইন্টার মিলান। লিগের হতশ্রী পারফরম্যান্সের প্রদর্শনী লাউতারো মার্টিনেজদের। বিপরীতে খারাপ সময়কে পেছনে ফেলেছে বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান ক্লাবটিকে হারিয়েছে ২-০ গোলে। ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের জয়ের নায়ক লেরয় সানে। দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করায়ও ভূমিকা রেখেছেন জার্মান তারকার।
প্রথমার্ধে আক্রমণে পরিষ্কারভাবে আধিপত্য করে বায়ার্ন। যথারীতি সুযোগও তৈরি করে বেশি। যদিও গোলের জন্য বাভারিয়ানদের অপেক্ষায় ২৫ মিনিটের। কিমিচের সহায়তায় লেরস সানের বাজিমাত।
প্রথমার্ধের পুরোটা সময় কোণঠাসা থেকে বিরতির পর ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ইন্টার মিলান। তবে দ্রুতই আবারও মাঠের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন মিউনিখ। বাকি সময়েও চাপ ধরে রেখে দারুণ জয় তুলে নেয় জার্মান চ্যাম্পিয়নরা।
গ্রুপের আরেক প্রতিপক্ষ বার্সেলোনাও জিতেছে বড় ব্যবধানে। ভিক্তোরিয়া প্লাজেনকে বিধ্বস্ত করেছে ৫-১ গোলে। আক্রমণের পসরা সাজিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য করে বার্সা। গোলের অসাধারণ ধারাবাহিকতায় চমৎকার এক হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রবার্ট লেভানদোস্কি। বাকি দুই স্কোরার কেসিয়ে ও ফার্নান্দো তরেস।
তবে, হোচট খেয়েছে লিভারপুল। নাপোলির কাছে ধরাশায়ী ৪-১ গোলে। পুরো ম্যাচে এরপর একের পর এক আক্রমণে অলরেডদের কাঁপিয়ে দেয় নাপোলি। দ্বিতীয়ার্ধে এক শোধ দিয়ে শুধু হারের ব্যবধানই কমিয়েছে লিভারপুল।