হাউজিং খাতে প্রতারণার ফাঁদে ফেলে নিঃস্ব করে তাদের বিরুদ্ধে রিহ্যাবসহ সবাইকে সোচ্চার থাকার আহ্বান
- আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
হাউজিং খাতের যেসব নামসর্বস্ব কোম্পানী পত্রিকায় ও টেলিভিশনে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে নিঃস্ব করে– তাদের বিরুদ্ধে রিহ্যাবসহ সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। দুপুরে ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ৫দিনব্যাপী রিহ্যাব শীতকালীন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচদিন ব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি আবাসন ব্যবসায়ীদের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এই খাতের সাথে জড়িত প্রতারকদের বিরুদ্ধে একযোগে কাজ করার আহবান জানান।
আবাসন ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে রাজউক’র ৯০ জন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।এরআগে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন আবাসন খাতে সংকট কাটাতে উচ্চ নিবন্ধন ব্যয় কমানোর আহ্বান জানান। এবারের মেলায় ২৩০টি আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ৩০টি নির্মাণসামগ্রী এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।