হাজার হাজার যাত্রীর কোলাহলে মূখর এখন বেনাপোল চেকপোস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
হাজার হাজার যাত্রীর কোলাহলে মূখর এখন বেনাপোল চেকপোস্ট। করোনার পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় যাতায়াত বেড়েছে ভারতে।
সকালে চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে অসংখ্য যাত্রীর ভীড় দেখা যায়। ভারতীয় ইমিগ্রেশনের ধীর গতিতে দু’দেশের শূণ্য রেখায় বাংলাদেশী যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে ঘন্টার পরে ঘন্টা। এমন অবস্থায় দু’দেশের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন অপেক্ষমান যাত্রীরা। বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোহাম্মাদ রাজু জানান, এর আগে চার-পাঁচশ’ যাত্রীর আসা-যাওয়া ছিল। গত তিনদিনে তা ৪ হাজার ছাড়িয়েছে। ভারত সরকার পুনরায় ভ্রমণ ভিসা চালু করায় যাত্রীর সংখ্যা আরো বাড়বে বলে জানান তিনি। গেল ২৬ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ১৫ হাজার দেশি-বিদেশি যাত্রী ভারতে গেছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৫ হাজার যাত্রী।