হাতপাখার প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে হাতপাখার প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-পূর্ব সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিন আল মাদানী। তিনি বলেন, নির্বাচনের নামে বরিশালে নাটক মঞ্চস্থ করেছে নির্বাচন কমিশন। অসুস্থ প্রধান নির্বাচন কমিশনারের চিকিৎসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ইসলামি আন্দোলন প্রার্থীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। জুমার আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমে জড়ো হতে থাকে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা। বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে জানিয়ে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার দাবি জানান নেতারা।
ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিন আল মাদানি, সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। পরে বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে বিজয় নগর নাইট এঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।