হাতিরঝিলে “ম্যাজিক মাশরুম” নামে নতুন মাদক চক্রের দুই সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
রাজধানীর হাতিরঝিলে রেবের অভিযানে “ম্যাজিক মাশরুম” নামে নতুন মাদক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ৫ টি মাশরুমের বার ও বিদেশীমদ উদ্ধার করা হয়।
দুপুরে কারওয়ান বাজার রেবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।গ্রেফতারকৃতরা হলেন, তাইফুর রহমান জাহিদ ও নাগিব হাসান অর্নব। ম্যাজিক মাশরুম একটি সাইকেলেডিক ড্রাগ যা কেক ও চকলেটের সঙ্গে মিশিয়ে সেবন করা হয় বলে জানান তিনি। কানাডা প্রবাসী অর্নব গেল দুই মাস আগে সে দেশ থেকে ৩০টি মাশরুমের বার এনেছে। ইতোমধ্যে ঘনিষ্টদের কাছে ২৫টি বার বিক্রি করছে বলে আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।