হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি
- আপডেট সময় : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনে নিহত বাংলার সমৃদ্বি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহতের ঘটনায় বিএসসির জাহাজ পরিচালনায় গাফেলতি নিয়ে হওয়া তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন। একই সঙ্গে হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানায় সংগঠনটি।
দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা বলেন, হাদিসুরের মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে সরব হলেও ক্ষতিগ্রস্থ পরিবারটি এখনও কোন রাষ্ট্রিয় সহযোগীতা পায়নি। অথচ ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের নাবিক ছিলেন। এই ঘটনায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে জাহাজ পরিচালনায় গাফিলতি ছিলো কিনা, তা ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি হলেও তার অগ্রগতির খবর নেই। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারীভাবে উপযুক্ত ক্ষতিপুরণ দেয়ার দাবী জানানো হয়। পড়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে হাদিসুর রহমানের পরিবারকে ১০ লাখ ২৭ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয়।