নিজেদের আখের গোছাতে দ্রব্যেমূল্য বাড়িয়েছে সরকার : মন্তব্য বিএনপি নেতাদের
- আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
হামলা-মামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সমাবেশে স্থানীয় নেতারা অভিযোগ করেন, নিজেদের আখের গোছাতে ব্যস্ত সরকারের আমলে প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। দমন নিপীড়নে গণমুখী আন্দোলন বন্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারী দেন তারা।
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শান্তিপুর্ণ কর্মসূচীতে হামলা ও শীর্ষ নেতাদের আহত করার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বিকেলে নগরীর কাজিরদেউরি এলাকার মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে দলটি। এতে বক্তব্য রাখেন নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বকরসহ সিনিয়র নেতারা।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল হয়। সমাবেশে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি রাজপথে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন করছে।
নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগ নিজের আখের গোছাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য দফায় দফায় বাড়িয়েছে।এখন আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।
বরিশালে বিক্ষোভ সমাবেশে দলের শীর্ষ নেতারা অংশ নেন। সরকারের সমালোচনা করে হামলা বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ ও সমাবেশ হয় খুলনার নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে। মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগের কর্মসূচিতে যোগ দেন বিভাগের শীর্ষ নেতারা। বলেন, সরকারের অরাজকতা কমাতে গণআন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।
ফরিদপুরের বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি ছিলেন সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এদিকে, কর্মসূচিতে যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা বিএনপি।
জামালপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের মাতৃসদন রোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা বিষ্ণু চন্দ, শাহাদত হোসেন সাগর,মাহাবুবুর রহমান জিলানী সহ আরো অনেকে।
নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এসময় বক্তারা অবিলম্বে এসরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জোর দাবী জানান।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে প্রতিবাদে পৃথকভাবে সমাবেশ করেছে জেলা বিএনপির দু’টি গ্রুপ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হলে কালিবাড়ীতে পুলিশী বাধার মুখে পড়ে। সেখানেই সমাবেশ করে বিভক্ত দলটির নেতারা। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহরের মোক্তারপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।
বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে নোয়াখালীতে।
এছাড়াও ভোলা, কুষ্টিয়া, টাঙ্গাইল, পটুয়াখালী ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।