হাসপাতালে অভিযানে অনুমতির সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্টের রুল জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অনুমতি ছাড়া দেশের কোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে অভিযান চালানো যাবে না– স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশনা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ আজ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট অ্যাডভোকেট রফিকুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান ও হাসান তারেক পলাশ এ রিট করেন। রিট আবেদনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দেশের কোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারবে না– এমন নির্দেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়।