হাসপাতাল থেকে রোগী ফেরত দেয়া মানবতাবিরোধী অপরাধ :তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনার এ দুঃসময়ে সুযোগ-সুবিধা থাকার পরও হাসপাতাল থেকে রোগী ফেরত দেয়া মানবতাবিরোধী অপরাধ মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চিকিৎসাদানকারী হাসপাতালগুলোকে অভিনন্দন জানিয়েছেন। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন। ড. হাছান মাহমুদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুততার সাথে ৫০ বেডের কোভিড ইউনিট স্থাপনের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, অন্যদের জন্য এটি উদাহরণ তৈরি করেছে। যারা এ সময়ে রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠাচ্ছেন, তারা সরকারের কঠোর পর্যবেক্ষণে আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সময়মতো এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকে করোনার সম্মুখযোদ্ধা উল্লেখ করে আন্তরিকতার সাথে তাদেরকে কাজ করার আহ্বান জানান তিনি।