হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে আসার সুযোগ মিলেছে: সালাহউদ্দিন আহমেদ
- আপডেট সময় : ১২:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে আসার সুযোগ মিলেছে বলে জানিয়েছেন দীর্ঘদিন ভারতে আটক থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের আদালত জামিন দিলেও, স্বৈরাচারী হাসিনার গ্রিন সিগনাল না মেলায় দেশে ফিরতে দেরি হয়েছে। রাজধানীর গুলশানের বাসায় এসএ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে তাদের ছয় মাসের বেশি সময় নেয়া উচিত হবে না। আগামীতে কউন্সিলের মাধ্যমে দলের প্রয়োজনীয় পরিবর্তনআসবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ।
দীর্ঘ ৯ বছর পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারের পতনের ৬ দিন পর ১১ আগষ্ট ভারত থেকে দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এসএ টিভিকে তিনি জানান, এতো দীর্ঘ সময় ভারতে আটক থাকার জন্য শেখ হাসিনা দায়ী। জামিন পেলেওএই স্বেরাচারী সরকারের কারণে দেশে ফিরতে পারেননি তিনি।
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের জন্যই দেশে ফিরতে পেরেছেন জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের দাবিগুলো বিএনপির ৩১ দফার মধ্যেই বিদ্যমান। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ সুষ্ঠু নির্বাচনের আয়োজন জানিয়ে তিনি বলেন, যতো তাড়াতাড়ি সম্ভব তারা সেদিকে অগ্রসর হলেই ভালো। জানান সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তবর্তীকালীন সরকার গ্রহণ করবে। তবে তা নতুন সরকার এসে বাস্তবায়নে কর্যকর পদক্ষেপ নেবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আগামীতে কাউন্সিলের মাধ্যমে, দলের প্রয়োজনীয় পরিবর্তন আসবে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।