হাসু থেকে শেখ হাসিনা; টুংগীপাড়া থেকে জাতীয় সংসদ আর গণভবন
- আপডেট সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
হাসু থেকে শেখ হাসিনা। টুংগীপাড়া থেকে জাতীয় সংসদ আর গণভবন । দেশের গন্ডি ছাড়িয়ে সফল এই রাষ্ট্রনায়ক এখন বিশ্বনেতৃত্বের রোল মডেল। বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন উন্নয়নের শত বছরের ধারাবাহিকতায়। জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা শেখ হাসিনা পিতার আদর্শ, দেশপ্রেম আর ত্যাগের ব্রত নিয়েই কাজ করে যাচ্ছেন বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা উন্নত করতে।
সেই ভিশনারী নেতার ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তার অনুপস্থিতিতেই দিনটিতে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করবে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ উপলক্ষ্যে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আলোচনাসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। বিভিন্ন ধর্মিয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনও করা হয়েছে।