হিজড়ারা নির্মাণ করল মসজিদ
- আপডেট সময় : ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১৬০১ বার পড়া হয়েছে
সমাজে যেখানে বিদ্রুপ আর বঞ্চনা হিজড়াদের নিত্য সঙ্গী, সেখানে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ময়মনসিংহের হিজড়া সম্প্রদায়। প্রশাসনের দেয়া জায়গায় তারা টিন দিয়ে নির্মাণ করেছে মসজিদ। এলাকার নামের সাথে মিল রেখে মসজিদের নাম রাখা হয়েছে দক্ষিণ চরকালীবাড়ী আশ্রয়ণ জামে মসজিদ। দেশের প্রথম এই ধরনের মসজিদে হিজড়াদের পাশাপাশি নামাজ পড়ছেন অন্যরাও।
ব্রহ্মপুত্র নদের তীরে ছোট্ট একটি টিনের ঘর। মাইক থেকে ভেসে আসছে আযানের ধ্বনি। দল বেঁধে হিজড়ারা এসে অজু করে পড়ছেন নামাজ। এমন চিত্র এখন প্রতিদিন দেখা মিলে ময়মনসিংহের দক্ষিণ চরকালীবাড়ী আশ্রয়ণ এলাকায়। আশ্রয়ণে বসবাসকারী ৪০জন হিজড়া, প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় নির্মাণ করেছে দেশের প্রথম হিজড়াদের জন্য মসজিদ।
মসজিদ নিমার্ণের কারণে স্থানীয়দের সাথে হিজড়াদের তৈরি হয়েছে মেলবন্ধন। ধর্মে-কর্মে আগ্রহী হিজড়াদের মসজিদে ইমামতি করতে পেরে খুশি ইমামও।
সরকারের পাশাপাশি সহৃদয়বান ব্যক্তি এবং সাধারণ মানুষ এগিয়ে আসলে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী মূল ধারায় ফিরে আসবে বলে জানান বিভাগীয় কমিশনার
দক্ষিণ চরকালীবাড়ী আশ্রয়ণ জামে মসজিদ হিজড়াদের ধমীর্য় শিক্ষার পাশাপাশি আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।