হিজাব বিতর্ক নিয়ে ভারতের কর্ণাটকে প্রতিদিনই উত্তেজনা বাড়ছে
- আপডেট সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
হিজাব বিতর্ক নিয়ে ভারতের কর্ণাটকে প্রতিদিনই উত্তেজনা বাড়ছে। শিবমোগা জেলায় ৫৮ ছাত্রীকে বহিষ্কারের পর স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
শুক্রবার ওই ছাত্রীরা হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। এরপরই তাদের বহিষ্কার করা হয়। এদিকে স্কুল থেকে বহিষ্কার হওয়ার পরও নিজেদের দাবিতে অনড় ছাত্রীরা। তারা বলেন, হিজাব তাদের অধিকার। এ ব্যাপারে তারা আপস করবে না। এদিকে, বরখাস্ত ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগে মামলা করা হয়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে যখন গোটা ভারত উত্তাল, তখন মহিশূরের একটি বেসরকারি কলেজ মুসলিম ছাত্রীদের হিজাবের অনুমতি দিয়েছে। ছাত্রীদের আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের ড্রেসকোড পরিবর্তনের ঘোষণা দেয়।