শাল্লায় হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
সম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করা হয়েছে। এসময় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দুষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সুনামগঞ্জের শাল্লায় ফেসবুকে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী জেলা ও শহর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
একই ইস্যুতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, বাংলাদেশ হিন্দু ছাত্র ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে, শুধু বাড়ী ঘরেই নয় হিন্দুদের ৫টি মন্দিরেও হামলা, ভাংচুর ও লুটপাত করা হয়। এসকল ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।